প্রত্নকাহন - Protnokahon

ইতিহাস আমার কাছে অত্যন্ত পছন্দের একটি টপিক। এই টপিক পড়াশোনা, বিশ্লেষণ, তর্কবিতর্ক ও বন্ধুমহলের আড্ডা—সবকিছুতেই আমার পরম পছন্দের কেন্দ্রবিন্দু। আর তারই সূত্র ধরে আমার মধ্যে ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার প্রতি ভালোবাসা এবং ভালোলাগার সৃষ্টি।

যখনই কোনো ঐতিহাসিক জায়গায় গিয়েছি, তখনই ঠাঁই দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ শেওলা জমা স্থাপনাগুলো আমাকে অতি আদরে আলিঙ্গন করেছে। তারা নিঃশব্দে কেঁদে কেঁদে তাদের অতীতের সব সুদিনের গল্প বলেছে। আমিও নির্বাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি ও শুনেছি।

সেসব গল্প বলার অভিপ্রায় নিয়েই ‘প্রত্নকাহন’-এর সৃষ্টি। আপনাদের সাথে যেতে চাই পৃথিবীর সর্বপ্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ‘গোবেকলি তেপে’ পর্যন্ত।