Sudhu Golper Jonno

নমস্কার আমরা একত্রিত হয়েছি "শুধু গল্পের জন্য", বাংলা সাহিত্যের লাইব্রেরির অসাধারণ সব গল্পের সম্ভার নিয়ে তৈরি "শুধু গল্পের জন্য"। প্রতি সপ্তাহে আমাদের গল্প আসে, আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি।

আমরা চেষ্টা করছি আপনারা এসেও যোগদান করুন, আপনাদের লেখাও পাঠাতে পারেন আমাদের। আপনাদের গল্প ভালো লাগলেই আমাদের সার্থকতা। কিরকম গল্প শুনতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন।
গল্পগুলি শুনে কেমন লাগছে জানান এবং Like, Comment এর দ্বারা আমাদের উৎসাহিত করুন।

- SGJ Productions

Founder and Owner - Bipul Dey