Nayan Bangalee

আসসালামু আলাইকুম
নয়ন বাঙ্গালীর চ্যানেলে আপনাকে স্বাগতম।

নয়ন বাঙ্গালী , যিনি রাজনীতি ও সামাজিক জীবনে লক্ষ মানুষের হৃদয়ে যায়গা করে রেখেছেন। মানুষের সুখে দুঃখে যিনি ছায়ার মত মিশে থাকার চেষ্টা করেন। তবে রাজনীতি নাম সুনলেই যেহেতু অনেকে মনে করেন নেগেটিভ অনেক কিছু তাদের দৃষ্টিভঙ্গী বদলাতে তিনি নতুন এক কর্মসুচী চালু করেছেন। তাতে তিনি #রাজনীতির_আগা_গোড়া , #রাজনীতি_কি_ও_কেন_? #রাজনীতির_মুল_আদর্শ_কে তুলে ধরেছেন।
বিশেষকরে গ্রাম্য পর্যায়ের সুবিধা বঞ্চিতদের কে তাদের করনীয় বর্জনীয় সমর্কে দিক-নির্দেশনা দিয়েছেন। ছাত্রদের কে কিভাবে এজকন সমাজ সেবক হিসেবে গড়ে তুলা যায় , একজন ছাত্র কিভাবে নিজেকে ভুল রাজনীতি থেকে নিজেকে সঠিকভাবে পরিচালিত করবে সেদিকে গুরুত্ব দিয়েছেন।

তিনি সমাজ কর্ম ভিওিক রাজনীতি প্রতিষ্টিত করেছেন বাংলাদেশে এবং প্রথম রাজনীতির শিক্ষা কেন্দ্র বাংগালির পাঠশালা ( স্কুল অব লিডারশিপ ) এর মাধ্যমে মাঠ কর্মী ও গ্রাম কর্মী সৃষ্টির নেশায় নেমেছেন যার অফিসিয়াল ঘোষনা করবেন ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংগালির দিবসে
- তাই সবাই এখনই ভিজিট করুন www.bangaleerrajniti.com

আল্লাহ হাফিয