পরমেশ্বরের স্তুতি আরাধনা


গীতসংহিতা ১৫০
[১] তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ঈশ্বরের পবিত্র স্থানে তাঁহার প্রশংসা কর; তাঁহার শক্তির বিতানে তাঁহার প্রশংসা কর। .......................................................................
[৬] শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।


"@পরমেশ্বরেরস্তুতিআরাধনা" চ্যানেলে তোমাদের স্বাগতম।
নমস্কার ভাই-বোনেরা, দিদি-দাদারা আমরা জানি পরমেশ্বরের ভজন আমাদের কত আনন্দ দেয় এবং উৎসাহিত করে এবং প্রভু যীশুর বচন আমাদের জীবন রুটি। তাই এই চ্যানেলের মাধ্যমে আমরা পরমেশ্বরের ভজন দ্বারা প্রভুর প্রশংসা করবো এবং পবিত্র বচন দ্বারা আত্মিক জীবনকে সুরক্ষিত করবো। নতুন আত্মার ভজন এবং নিত্যনতুন ভজনের সুরও প্রকাশ করবো আমরা এই চ্যানেলের মাধ্যমে। তাই সাথে থেকো আমাদের এবং ভজন ও বচন দ্বারা উৎসাহিত হতে থাকো।
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ,ও ইশ্বরের প্রেম, এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হউক।