শ্রী প্রাণ গোপাল দাস বাবাজী

মানুষ চায় সুখ আর শান্তি, কিন্তু এই সংসারে সুখ শান্তি নেই , আছে দুঃখ শোক জ্বালা অশান্তি, কেহ যদি প্রতিদিন শুদ্ধ বৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণ করেন,
বৈষ্ণবের উপদেশ পালন করেন, তাহলে কৃষ্ণভক্তি উদয় হয়, কৃষ্ণ ভক্তি উদয় হলে জীবনে শান্তি ফিরে আসে।
সংসার অনিত্য দেখ ভরিয়া
দুই দিনের তরে আসা আর যাওয়া
যেমন নাট্যমঞ্চে নাটক করে , পিতা-মাতা পুত্র বলে, মঞ্চ থেকে নেমে গেলে, কেউ তো কারো নয়

যোগাযোগ: জয়রাধেমঠ জগৎগুরু সেবাশ্রম প্রাচীন মায়াপুর নবদ্বীপ নদীয়া(phone number-9232949994)