Amra Dui Jajabor

আমরা দুই যাযাবর ,পথে পথে ঘুরি।
শখ যে আমাদের , ঘুরতে যাওয়ার
ঘুরতে যে চলি।
ইছা হলেই পাহাড়ে,
ইছা হলেই সমুদ্রে,
যেখানে যাই, সেখানে পাই
স্বর্গের অমুল্য ভান্ডার।
দুর্ধর্ষ টিম, দুর্ধর্ষ সাহস,
খুচছি এক অজানা রহস্য।
সঙ্গে আছো তোমরা,
সাথে আছো তোমরা,
নিয়ে যাবো এক, অজানা রহস্যে র সাক্ষী হতে।।

আমরা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে কম খরচে কি ভাবে ভালো ভালো জায়গায় ঘোরা যায় সেই ইনফরমেশন দিয়ে থাকি বন্ধুরা যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের একটুও কাজে লাগে তাহলে আমাদের ভিডিও করা সার্থক মনে করবো , আর তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেল টি কে সাবস্ক্রাইব করে পাশে থাকার , আসুন আমরা সবাইমিলে নতুনভাবে ঘুরতে যাওয়া শিখি 🙏