Dr. Muzaffar Bin Muhsin

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
======
এটি ড. মুযাফফর বিন মুহসিন-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এখানে তাঁর জুম‘আর খুতবা, ইসলামী সম্মেলন বা ওয়াজ মাহফিলে প্রদানকৃত বক্তব্যগুলো আপলোড করা হচ্ছে। ভবিষ্যতে আরো দেওয়া হবে- ইনশা-আল্লাহ।

এছাড়াও ড. মুযাফফর বিন মুহসিন পরিচালিত আছ-ছিরাত প্রকাশনী (ঢাকা ও রাজশাহী শাখা), ইসলামিক রিসার্চ এ্যান্ড রিফরমেশন সেন্টার (ঢাকা), দারুল হুদা ইসলামী কমপ্লেক্স (বাঘা, রাজশাহী), দারুল হুদা আল-জামি‘আহ আল-ইসলামিয়াহ (ডেমরা, ঢাকা) প্রভৃতি প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান বা প্রয়োজনীয় ভিডিও থাকবে- ইনশা-আল্লাহ।

এই চ্যানেলে আরো পর্যায়ক্রমে আসবে তার লেখা বা সম্পাদনা করা বইগুলোর রিভিউ।

সম্মানিত দ্বীনী ভাই ও বোনদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব (Subscribe) করার জন্য অনুরোধ রইল। সেই সাথে সকলের কাছে দু‘আ চাচ্ছি যেন দ্বীনের কাজে আরো অগ্রসর হতে পারি।
=======
উল্লেখ্য যে, এই চ্যানেলে বা চ্যানেলের ভিডিওতে কোন রকমের বিজ্ঞাপন (Advertisement) দেওয়া হবে না। ইনশা-আল্লাহ।