Aap ki sunnat

মানুষ সময়ের অপেক্ষা করে কিন্তু সময় কারো অপেক্ষা করে না
বর্তমানে মুসলিম জাতি এমন এক সময় পার করছি যে সময় পৃথিবীর অন্য সব জাতিগুলি আমাদেরকে পৃথিবীর সর্বত্র ও সর্বক্ষেত্রে অপমানিত, নির্যাতিত, লাঞ্ছিত ও হত্যা করছে। মুসলমান জাতির মা-বোনদের তারা ধর্ষণ করছে, হত্যা করছে। অথচ আমরা এক সময় পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলাম। পৃথিবীর অন্যান্য সব জাতি সভয়-সম্ভ্রমে আমাদের পানে তাকিয়ে থাকতো। তখন পৃথিবীতে সামরিক শক্তিতে, জ্ঞানে-বিজ্ঞানে, সভ্যতায়, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে, আর্থিক শক্তিতে এই জাতি সমস্ত পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল। তাদের সামনে দাঁড়াবার, তাদের প্রতিরোধ করার মতো কোন শক্তি পৃথিবীতে ছিল না। আজ যেখানে অন্য জাতিগুলি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেখানে মুসলিমরা নিজেদের এবং তাদের সন্তানদের নিজেদের গৌরবের ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আমাদের জানতে হবে মুসলমানদের বিশ্বজয়ের গৌরবজ্জ্বল ইতিহাস। ইসলামের গৌরবময় ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরছে ইসলামিক বাংলা টিভি (aap ki sunnat )। ইসলামের নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।