Abed Islamic TV

আসসালামু আলাইকুম

★ নামাজ বাত দিওনা বন্ধ। এপারের চেয়ে ওপারের জীবন আরো কঠিন।

🌿 ইসলামিক ভাবনা | অন্তরের আহ্বান 🌿
এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আমরা হাসছি, কাল হয়তো কবরের অন্ধকারে শুয়ে থাকবো।
জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর পরীক্ষা। আমরা যা করছি, যা বলছি—সবকিছুর হিসাব একদিন দিতে হবে।
❝ আল্লাহ বলেন, ‘যে আমার কথা মনে রাখে, আমি তাকে স্মরণ করি। ❞ (সুরা বাকারা)

আজকের এই ব্যস্ত পৃথিবীতে সবাই দৌড়াচ্ছে দুনিয়ার পেছনে, অথচ জান্নাত আমাদের খুব কাছেই—শুধু আমরা গাফেল!
আসুন, আমরা নিজেরা বদলাই, নিজের ঘর থেকে ইসলামের আলো ছড়িয়ে দেই।

🔹 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করি।
🔹 হারাম থেকে নিজেকে রক্ষা করি।
🔹 পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ি।
🔹 অন্যদেরকেও সত্যের পথে আহ্বান করি।

🤲 আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন এবং আখিরাতে সফলতা দান করেন।
যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।

📌 আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারা ও কিছু উপকার পায়।
#ইসলাম #আল্লাহ #জান্নাত #হেদায়াত #ইসলামিকপোস্ট

Please subscribe to my new channel Quran Recitation

https://youtube.com/@abed.quran.recitation?feature=shared