Baul Abul Hussain
অসাধারণ একটি গান বাউল কুটিমিয়া
সকলের মালিক তুমি তো আল্লাহ তোমার মালিক কে বাউল কুটি মিয়া
বেইল আলাইয়া ধরছি গো পাড়ি পার সমুদুর বাউল কুটিমিয়া
মনার মন করো স্থির আদমরে বান্দি বার লাগি গড়াওরে ঝিঞ্জির বাউল কুটি মিয়া
এই বয়সে চাচায় দারুন একটি গান গাইলেন অসাধারণ কন্ঠে
কুটি ভাইয়ের কন্ঠে অসাধারণ একটি গান
সাজন ভজন করতে করতে রাজ্য নিলো পেছকোনায় বাউল আনাম উদ্দিন
বসন্ত ফাল্গুনে নতুন যৌবনে বাউল আনাম উদ্দিন
নাম স্বরণে ঘুর নিদানে চরণ ভিক্ষা চাই। বাউল সজল উদ্দিন।
পরার পুড়ি ফুলের কলঙ্কিনী বাউল আনাম উদ্দিন
কি দিয়া রাকিব তোমার মন রে পরানের ধন। বাউল আনাম উদ্দিন।
মন তুই কারবায় রইলে ছাইয় বাউল সজল লস্করের কণ্টে
আনাম উদ্দিনের কণ্টে সুন্ধর একটি গান।
বাউল আনাম উদ্দিনেব কণ্টে। অসাধারণ। একটি গান।
সোনা বন্ধে আমারে পাগল বানাইয়া গেল গো। আবুল হুসেন
প্রাণের মুর্শিদ আর কত কান্দাইবায় আমায় বাউল আবুল হুসেন।
সজল ভাইয়ের কন্টে দারুন একটি গান।
November 17, 2024
ও মন ছিনলেনারে সাদের মানব তরি। বাউল আবুল হুসেন।
প্রাণ বন্দুরে তর পিরিতে ছাড়লাম ঘর আর বাড়িরে। আবুল হুসেন।
দুঃখীনি জানিয়া বন্দুরে আমারে কান্দাইওনা। আবুল হুসেন।
প্রেমের খাতায় লেখলাম তোমার নাম।
April 5, 2024
ছাড়িয়ানা যাও সোনার যৌবনরে।
নাম স্বরনে ঘুরনিদানে চরণ ভিক্ষা ছাই গো এলাহি।
হজরত বাবা পিরানের পির আব্দুল কাদির জিলানি।
পন্তের পানে ছাইয়া রইলাম মনের অভিলাষে। মস্তর আলী।
মনায় ঘর বানাইলরে ভিতরে দিয়া থালা মনায় ঘরবানাইলরে।বাউল ছইফ উদ্দিন।
তুমার দরবারে ফানা ছাই ওগো আলেক শাই।
ধন্য ধন্য মেরা ছিলছিলা এলো দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়া।