Nurul Quran

কুরআন বোঝার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা ও কুরআন কেন্দ্রিক বিভিন্ন ধরনের জ্ঞান সমাজের বুকে ও ভার্চুয়াল জগতে ছড়িয়ে দেওয়ার মানসে প্রতিষ্ঠিত হয়েছে ‘নূরুল কুরআন’। নানাবিধ কর্মসূচির পাশাপাশি এর রয়েছে একাডেমিক কার্যক্রম। যেখানে আরবীভাষা ও সাহিত্যসহ কুরআন-হাদীস-ফিকহ-আকীদা ইত্যাদী শরীয়তের বিভিন্ন বিষয়ে রয়েছে পেইড ও ফ্রি কোর্সসমূহ। এটি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যাতে নিয়মিত উপকারী বিভিন্ন দারস ও ভিডিও প্রকাশ করা হয়।