Sheikh Solayman

আমি সোলায়মান শেখ, আমি একজন বংশীবাদক। আমি চেষ্টা করি গ্রাম বাংলার প্রাকৃতিক রুপ ও সৌন্দর্যকে আমার বাঁশি ও গানের সুরের মাধ্যমে সবার কাছে পোঁছৈ দিতে। আমি আমার চ্যানেলে বাঁশির সুর, বাংলা ফক গান, লালনগীতি, বাংলা আধুনিক গান ও গ্রাম বাংলার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃ্শ্যের ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। আপনারা যারা বাঁশির সুর ও বাংলা ফক গান, লালনগীতি ও বাংলা আধুনিক গান পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।