Calcutta Youth Choir – тема

ক্যালকাটা ইয়ুথ কয়্যার ১৯৫৮ খ্রিস্টাব্দে সলিল চৌধুরী এবং সত্যজিৎ রায়-এর সঙ্গে রুমা গুহঠাকুরতা প্রতিষ্ঠা করেছিলেন।
ক্যালকাটা ইয়ুথ কয়্যার তাদের লোকসংগীত এসং গণসংগীত প্রদর্শনের জন্যে পরিচিত। বহু বছর আগের কথা, এই কয়্যার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ভি বালসারার সুরে 'আজ যত যুদ্ধবাজ' শিরোনামের এক গান দিয়ে প্রচারের আলোয় আসে। গানগুলো রুমা গুহঠাকুরতা-এর নির্দেশনায় প্রদর্শিত হোত; তার সঙ্গে বহুলভাবে যুক্ত ছিল দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলাম, প্রেম ধাওয়ান, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী এবং শিবদাস ব্যানার্জি প্রমুখের গান।