Probodh Dhali

মমস্কার। আমি প্রবোধ ঢালী। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগাত। আমি অজানা ইতিহাস যা কালের গভীরে আজ বিলুপ্তির পথে এবং ধর্মের বিভিন্ন অজানা ঘটনা নিয়ে ভিডিও বানিয়ে থাকি। অজানাকে জানার আগ্রহ যাদের আছে এবং ধর্মীয় বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্যে আমার ভিডিও বানিয়ে থাকি । আমি যেসব ভিডিও বানিয়ে থাকি তার কোনটাই আমার মন গড়া কথা নয়। এগুলো বানাতে আমার প্রচুর সময় দিতে হওয় পড়াশোনার পেছনে। তাই হয়তো ভিডিও দিতে একটু সময় লেগে যায়। ভিডিওর মাধ্যমে মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া আপার কাজ। কোন ধর্মীয় বা রাজনৈতিক উদ্দ্যেশ সাধন করা আমার কাজ নয়। আপনি চাইলে আমাকে কমেন্ট করে কোন বিষয়ে ভিডিও বানানর জন্যে বলতে পারেন। আমি অবশ্যই সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তবে তা যেন অবশ্যই ইতিহাস অথবা ধর্মীয় বিষয়ে হয়।