Umar golpo Kotha

নমস্কার বন্ধুরা উমার গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।


আমি নিজেই ভিডিও বানাই নিজেই আপলোড করি।
এখানে মিনি ব্লগ, বিভিন্ন রান্নার ভিডিও । বাড়ির রান্না। অথেনটিক রেসিপি। বাঙালি রেসিপি। বাঙালির রান্নাঘর থেকে তুলে ধরা এই সব রেসিপি গুলিএবং বিভিন্ন য জায়গায় বেড়াতে যাওয়ার ছোট্ট পিকনিকের ভিডিও। এবং এখানকার জনজীবন রাস্তাঘাট এখানকার পথ চলা এখানকার প্রাকৃতিক পরিবেশ সবকিছু আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি।সাথে বিভিন্ন মন্দির বা জায়গা সম্বন্ধে এবং প্রাচীন ঐতিহাসিক আন্ধাত্বিক ধর্মাবলম্বী ঐতিহাসিক গল্পকথা আপদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের যদি আমার গল্পের ছলে আড্ডার ভিডিও গুলি ভালো লাগে, অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।।