Travel with Jit

I love travelling and exploring new places and new destination. I will also love to share how I use to enjoy my travelling with u all. I'll give u all the information of the place I'll travel.... Enjoy beautiful travelling with me.
বন্ধুরা আমার এই চ্যানেলটি মূলত বাংলাতে, যদি আমার থেকে আরও কোনো ইনফরমেশন পেতে চান হিন্দি ভাষায়, আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। ভবিষ্যতে সেটা আমি খেয়াল রাখবো। আমি ঘুরতে ভালোবাসি, এবং সেই জায়গার প্রত্যেকটি তথ্য সবার কাছে ছড়িয়ে দিতে ভালোবাসি আমার এই চ্যানেলের মাধ্যমে। আমি মনে করি আমাকে দেখানোর চেয়ে আমার চোখে দেখা সুন্দর অনুভূতি গুলি সাজিয়ে গুছিয়ে দেখানোটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। এই জন্য আমি ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করি। আমি মূলত সবার পছন্দের এবং কার্যকারি বা সাহায্যকারী ভিডিও করতে পছন্দ করি। ট্রাভেল মানেই ঘোরা বেড়ানো, তো শুধু ঘোরা বেড়ানো না করে সবার সাহায্য হবে বা কাজে লাগবে এরকম কিছু করা দরকার। তাই আমার এই ছোট্ট প্রয়াস। আশাকরি আমি আপনাদের কখনো ভুল ইনফরমেশন দেব না বা মনক্ষুন্ন করব না। আমার এগিয়ে যাবার পিছনে আপনারা সবাই অংশীদার। ধন্যবাদ🙏💕 আপনাদের সবাইকে ।