Souvik's Fruit Garden

নমস্কার বন্ধুরা, আমি সৌভিক দাস আমি একজন গাছ পাগল মানুষ ছোটবেলায় অনেক ফুল গাছ করেছি কিন্তু বর্তমানে ফল গাছের এইরকম অসাধারণ রেজাল্ট দেখে বেশ কিছু বছর থেকে বিভিন্ন রকমের ও বিভিন্ন জাতের ফল গাছ করছি। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে ও আমার ফ্রুট গার্ডেনের সমস্ত পরিচর্যা এবং আমার বাগানের নিউ আপডেট আপনাদের কাছে তুলে ধরতে এই ক্ষুদ্র প্রচেষ্টা করছি এবং আমি নিজের বাগানের মাতৃ গাছ থেকে অল্প কিছু পরিমাণে চারা উৎপাদন করছি এবং সেগুলো সেল করছি বন্ধুদের যাদের অথেন্টিক জাতের ম্যাচিওর চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি অল ইন্ডিয়া ডেলিভারি করতে পারব এছাড়াও একটি গাছ কেনার পর সারা বছর কি কি পরিচর্যা করতে হবে সকল প্রকার সহায়তা আপনার আমার থেকে পাবেন।আপনার ভয় পাবেন না সঠিক জাতের সঠিক চারা রোপন করলে সাফল্য আসবেই , বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোন ভিডিও ছাড়লে বা নতুন আপডেট থাকলে আপনাদের কাছে সহজেই পৌঁছাতে পারে,যদি আপনাদের ভালো মানের ফল গাছের চারা প্রয়োজন হয় তবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন- 8637581524 (only WhatsApp)