বাউল গানের আসর
. 🎶 “মনেতে যত ব্যথা, বাউল গানেই তার পথ খোঁজা…”
2. 🌾 “গ্রামের মাটির গন্ধ, এক টুকরো ভালোবাসা—বাউল সুরেই খুঁজে পাই।”
3. 🎵 “হারানো মন খুঁজে ফেরে বাউল গানের সুরে।”
4. 🌿 “বাউল মানেই মাটির টান, ভালোবাসার গান।”
5. 🎶 “আত্মার সাথে আত্মার মেলবন্ধন—বাউল সুর।”
6. 🌼 “বাউল গানের ভেতরে লুকিয়ে আছে জীবনের দর্শন।”
7. 🎵 “মন যদি অশান্ত হয়, বাউল গান শোন—সব দুঃখ মিলিয়ে যাবে।”
8. 🌾 “যে গান হৃদয় ছুঁয়ে যায়, সে গান বাউলের।”
9. 🎶 “ভালোবাসা, ভক্তি আর জীবনের পথ—সবই আছে বাউল গানে।”
10. 🌿 “এক মুঠো হাসি, এক ফোঁটা অশ্রু—সবকিছুর উত্তর আছে বাউল গানে।”
রাধে তোমায় বারে বারে করছি গো মানা যমুনাতে জল আনিতে একলা যেও না @বাউল গানের আসরে
ভাদু লে লে লে লে লে পয়সা দু আনা কিনে খাবি মিছরির দানা @বাউল গানের আসরে
বৃন্দাবনে কে কে যাবি আয় রাধারানীর প্রেমের দুনিয়ায় @bhagabanerdak
আমি আর এক জনম যদি তোমায় পাই গো বাংলা বাউল গান
কে বানালো এমন ঘর ধন্য কারিগর বলো বলো সে মিস্ত্রির কোথায় ঘর ধন্য কারিগর
গিরিধারী লাল নাচে || ঋতু কর্মকার || সীমা দাস || giridhari lal nache || নাচেরে নন্দ দুলাল ||
আমি ঝুমুর রানি বাংলা বাউল গান লোকগীতি বাউল গান @বাউল গানের আসর
অনেক বেদনা ভরা আমার এ জীবন @ বাউল গানের আসর শিল্পী ঋতু কর্মকার
. সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস | সনাতন ধর্মের শিক্ষা