SS Media
SS Media
আপন দেহের মাঝে আছে রে মন গুলক বৃন্দাবন।
দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহখান।
আমি অপরাধী জাইনা গো গৌর আমায় ফিরা চাইলোনা।
নাম নিয়ে ভাই নইদে অইলো নিতাই গোনমনি।
আমি গৌর প্রেমে মজে গো কোল কলংকের ভয় রাখিনা।@ #song
আইল রে আইল গৌর, গৌর নিতাই সঙ্গে লইয়া।
মন মোর রসনা তুমি কেন বুঝনা সঙ্গে তয় কাউ জাবেনা সময় থাকিতে কেন গুরু ভজ না
কৃষ্ণ তোমার চুরা কোথায় কৃষ্ণ তোমার বাঁশী কোথায় চুরা বাঁশী কোথায় লুকালে।
একবার হরিবল মন রসনা মনব দেহের গৌরব কৈরা না।@এস এস মিডিয়া ইউটিউব চ্যানেল#
এরব দুই নয়নে গৌর চাঁদ বদনে।@ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেল #
আর কি গৌর আসবে ফিরে।@ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে#
গৌর নিতাই উদয় নদীয়া গো গৌর নিতাই উদয় নদীয়া।@এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে #
মধুর বৃন্দাবনে আনন্দের সনে ।@ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে #
আমি ডাকি গৌর বারে বার গৌর এস এই আসো এই আসরে।
চরণ দাউ হে শ্রী হরি আমার ভবেরও কান্ডারী।
আমার হরিকে যে ভালবাসে তার মত বান্ধব নাই।
গুরু গোঁসাই গো আমার হরির নামের সুর বেঁধে দাও দেহ এক তারায়।
নাম শুনাছি দয়াময় ডাকলে নাকি তোমায় পায় আমি ডালে কেন শুন না।
তোমরা গাঁথ গো সখিরা বকুল ফুলের মালা।@ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে।
আমার জীবন নদীর নায়া রে ভবের খেলা সাঙ্গ হলে রে নিয়ে পার করিয়া ।@ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে।
দয়াল গেল না মনের বেদনা প্রাণ পাখি আমার কৃষ্ণ বলে না। @ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে।
আমার সাধনের ধন গেল অকারণে রে অ ভুলা মন সময় থাকতে করলি না সাধন।@ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে।
দয়াল প্রভু গো আমার হৃদয়ে দিলে শুধু ব্যেথা ।@ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে।
প্রাণ সখিরে কোন দিন ভাঙ্গীবে আমার চাঁদের বাজার।@ এস এস মিডিয়া ইউটিউব চ্যানেলে।
আমার সোনার ময়না পাখি। সুন্দর গানটি পরিবেশন করল সুখলাল বাবুর দ্বারা।
সোনার গৌর এলো নদীয়া প্রাণ সখি গো সোনার গৌর এলো নদীয়া। সুখলাল বাবুর দ্বারা পরিবেশন করা সুমধুর গানটি
দয়াল আসো আসো আসো বইসো হে দয়াল ঘরে।@এস এস মিডিয়া ইউটিউব চ্যানেল।
ওম জয় জগদীশ হরি। আ_রতি @ এস এস মিডিয়া উইটিউব চ্যানেলে।
প্রাণ সখী রে কোন দিন ভাঙ্গিবে আমার_চা_ন্দের_বাজার। @এস এস মিডিয়া উইটিউব চ্যানেলে।
প্রাণ সখী রে গৌর বিনে আমার প্রাণ বাঁচেনা। গৌর_ রূ_প। @এস এস মিডিয়া উইটিউব চ্যানেলে।