এসো সত্য জানি

আসসালামু আলাইকুম।
"এসো সত্য জানি" ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইসলাম সম্পর্কিত অনেক শিক্ষামূলক ভিডিও এবং নিত্যদিনের আমল-দোয়া সম্বন্ধিত ভিডিওগুলো এই চ্যানেলে দেখানো হয়। আশা করছি এই ভিডিও গুলো দেখলে আপনি প্রতিদিন কি কি আমল করতে হয় তা সঠিক ভাবে জানতে পারবেন। (আসলে আল্লাহর পছন্দের পাত্র হতে এবং আল্লাহর গজব থেকে বাঁচার একমাত রাস্তা হল নেক আমল যা আমরা উঠতে-বসতে, চলতে- ফিরতে করতে পারি। আর,এ সব আমল সঠিক ভাবে করতে হলে আগে আমল সম্পর্কে জানতে হবে কিন্তু ব্যস্ত এই সমাজে তা জানার সময় কই, তাই আমার ছোট এই চেষ্টা আপনি নিজে জানুন এবং আমল করুন এবং বেশি বেশি শেয়ার করে দ্বিন প্রচার করুন। তাই আসুন আমরা প্রমাণ করি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াই শুধু নষ্টামি নয় দ্বিনও প্রচার করা যাই )

একটি কথ মনে রাখবেন, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা দ্বায়ী উম্মত, তাই যে যার জায়গা বা পক্ষ থেকে যে ভাবে সম্ভব ইসলাম প্রচার করবো।
মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।

(তা হতে পারে একটি শেয়ার বা লাইক বা কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন কৌশলে দ্বিন প্রচার করতে উৎসাহিত করবেন)
আল্লাহ তালা আপনাদের কবুল করুন (আমিন)