As-Salsabil Tv

আস্-সালসাবিল টিভি, আস্-সালসাবিল ফাউন্ডেশনের একটি সামাজিক প্রচার মাধ্যম। ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক জুম্মার খুৎবা এবং ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সেমিনার, ইসলামী বিভিন্ন অনুষ্ঠানসহ সকল দ্বীনি কার্যক্রম সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ।
আস্-সালসাবিল ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
মৃত্যুর পরেও মানুষের আমলনামায় যুক্ত হবে এমন কিছু স্থায়ী সাদকায়ে জারিয়ামূলক প্রকল্প সামনে রেখে আস্-সালসাবিল ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে, ফালিল্লাহিল হামদ। উল্লেখযোগ্য প্রকল্প হলোঃ মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রকল্প, মহিলাদের কুরআন শিক্ষা ও দ্বীনী শিক্ষাদান প্রকল্প, বিভিন্ন মসজিদে বিশুদ্ধ আকিদা ও মানহাজ ভিত্তিক ইসলামি পাঠাগার স্থাপন প্রকল্প, মসজিদ ও মাদ্রাসা নির্মান (নির্মানে সহযোগিতা) প্রকল্প, ইসলামি বই, দোয়ার চাট ইত্যাদি প্রকাশনা প্রকল্প, বৃক্ষ রোপণ প্রকল্প, টিউবওয়েল স্থাপন প্রকল্প, গরিব তালিবে ইলমে সহযোগীতাকরণ প্রকল্প, হাসপাতাল স্থাপনে সহযোগিতাকরণ প্রকল্প। সাদকায়ে জারিয়ার মধ্যে পরে এমন সকল প্রকল্প পরিচালনা করা আস্-সালসাবিল ফাউন্ডেশনের উদ্দেশ্য।
আস্-সালসাবিল ফাউন্ডেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ দেখুন।