Anander chad bagan

সেই ছোট্টবেলায় বাবার হাত ধরে গ্রামে গ্রামে ঘুরে গাছের বীজ থেকে সার চেনা দিয়ে শুরু হয়েছিল হাতে খড়ি। গাছপালার প্রতি ভালবাসা ছোটবেলা থেকেই ছিল যা পরবর্তীতে নেশায় পরিণত হয়। যেখানে সুযোগ পেতাম সেখানেই একটা করে গাছ লাগিয়ে দিতাম।যখন ক্লাস এইট হল তখন মাথায় ঢুকলো,শুধু মাটিতে নয়, এবার টবে ও গাছ লাগানো যেতে পারে। কিন্তু টব না থাকায় বালতি,মগ,ডিবে,বাটি যা পেতাম তাতেই গাছ লাগাতাম। পরিচর্যা না জানার কারণে গাছ মারা যেতে শুরু করল। তাই পরিচর্যা শিখতে হবে বলে গুরু ও জোগাড় করে ফেললাম। শুরু হলো এক নতুন যাত্রা যা জীবনের মানেটাকেই পাল্টে দিলো। নিজের হাতে তৈরি গাছে যখন ফুল ফল হতে শুরু করল তখন বুঝতে পারলাম তার কি আনন্দ। জীবনটা ভালই কাটছিল গাছপালা নিয়ে, হঠাৎ ২০২০ সালে শুধুমাত্র অক্সিজেনের অভাবে আপনজনদের একে একে চলে যেতে দেখলাম পৃথিবী ছেড়ে। ঠিক করলাম অক্সিজেনের অভাব মেটাতে আরো গাছ লাগাতে হবে। তাই আপনাদের সঙ্গে নিয়ে আমার অভিজ্ঞতা ভাগ করতেই আমার এই চ্যানেল আনন্দের ছাদ বাগান। শহরাঞ্চলে জায়গার বড়ই অভাব তাই ছাদে ব্যালকনিতে বা বারান্দায় যেখানেই জায়গা পাবেন গাছ করুন,ভালো থাকবেন সবাই।