Graphic Homes

এটা এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন।
কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন?

বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পন্যের মোড়ক তৈরি করা ইত্যাদি কাজ গুলো গ্রাফিক্স ডিজাইনার দিয়েই করতে হবে।

মোটকথা আপনি যা ই করেন না কেন কাজটি ভালো ভাবে করতে হলে গ্রাফিক্সের প্রেসজেন্টেশন লাগবেই।

তাই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে বর্তমান চাকরীর বাজারে আপনাকে ঘুরতে হবে না। ভালো কাজ জানলে চাকরীই আপনাকে খুজে নিবে।

মূলকথা হচ্ছে একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার কখনোই বেকার থাকেনা। বর্তমানে অনলাইনে ভাল কাজ জানলে অনেক কাজের সুযোগ আছে । ছাত্র-ছাত্রীরা ঘরে বসে এই ধরনের কাজ গুলো শিখে এখন অনেকেই অনলাইনে ভালো টাকা আয় করছে ।