চৈতন্য সঙ্গ

হে বৈষ্ণব, প্রথমে আমাদের প্রণাম গ্রহণ করুন 🙏।।



আমাদের সনাতন ধর্মীয় অমৃতময় গান তথা ভজন,প্রার্থনা,ও ধর্মীয় গ্রন্থ আলাপ-আলোচনা করে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করছি গানগুলো ও গ্রন্থ পাঠ অত্যন্ত একবার হলেও পুরোটা শুনবেন। আশা করি ভালো লাগবে এবং আমাদের পাশে থেকে অনুপ্রাণিত করার অনুরোধ করছি।। হে ভক্ত🙏🙏🙏