hirahasan

আমি হাবিবুল হাসান হীরা । পেশাগতভাবে আমি এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লেখা পড়া শেষে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করি ২০১৫ সালে। এর মধ্যে দেশি বিদেশি নানা কোম্পানিতে কাজ করি. আমার নিজের কাজের বাইরের মানুষের সাথে যোগাযোগ করতে ভাল লাগে, তাদের গল্প শুনতে ভাল লাগে। নিজের ডোমেইন এর বাইরে ভিডিও মেকিং, স্টোরি টেলিং, সামাজিক কাজ, বাইকিং সহ আরও নানা শখ আছে. এই চ্যানেল এ আমি সেসব ই শেয়ার করি! আমি স্টার্ট-আপ নিয়ে কথা বলি আর এ যুগের স্কুল কলেজ বা ভার্সিটির ছেলে-মেয়েদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি। চতুর্থ শিল্প বিপ্লব এর এই যুগে বাংলাদেশ এর তরুণ সমাজ কীভাবে Sustainable ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে সেটাই আমার মেইন ফোকাস থাকে ! এর বাইরেও আমার জীবন ছুঁয়ে গেছে এমন ঘটনা , বই , নাটক বা সিনেমা নিয়ে আমার অভিজ্ঞতাও আমি শেয়ার করি ।

আমার চ্যানেল এ আপনাকে স্বাগতম , দেখতে থাকুন, শিখতে থাকুন।