ভ্রমণ বিহঙ্গ

অদেখাকে দেখা আর অজানা কে জানার নিমিত্তে প্রকৃতির অপার সৌন্দর্য্য আর প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখার আকাঙ্খা আমার শৈশব থেকেই।প্রকৃতির কাছে গেলে এক নিদারুণ তৃপ্তি পাই,আর প্রাচীন কোন স্থাপনার কাছে গেলে মনটা রূপান্তরিত হয়ে যায় সেই সময়ে।ঘুরে বেড়ানোর সেই বাসনা থেকেই এই চ্যানেলের উদ্ভব।যেখানেই যাই তার কিছু দৃশ্য, তথ্য,আনন্দ-বেদনা সবই আপনাদের সাথে শেয়ার করবো।চ্যানেল থেকে টাকা ইনকাম করার কথা কখনো ভাবিনি, চাইও না।তবুও সাবস্ক্রাইব করে পাশে থাকলে আর ভিডিওর ভালো-মন্দ,পরামর্শ ইত্যাদি কমেন্ট করে পাশে থাকলে ভালো লাগবে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো।