RUPAM RAHAT

“হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি ।”মানব সভ্যতার ইতিহাসে মানুষ একসময় যাযাবর জীবন ত্যাগ করে ঘর বাঁধতে শুরু করলো। মানুষ স্থিত হল একটি নির্দিষ্ট স্থানে। সেই স্থানই হল তার বাসস্থান,তার দেশ । কিন্তু মানুষের মন এখনও সুদূর পিয়াসী । চিরকাল মানুষ বন্ধন অসহিষ্ণু।চেনা জগতের গণ্ডি ছাড়িয়ে অচেনা অজানা জগৎকে জানার আকাঙ্ক্ষা তার চিরকালের । তাই বার বার সব বাঁধন উপেক্ষা করে মানুষ পাহাড় পর্বত,সমুদ্র,অরণ্য,অজানা জনপদের উদ্দেশ্যে রওনা দেয় ।প্রতিদিনের ব্যাস্ত জীবনের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করাই ভ্রমণের প্রধান উদ্দেশ্য । নতুন জায়গা দেখার,অজানাকে জানার,প্রকৃতির সৌন্দর্য কে উপভোগ করার উদ্দেশ্যে আমরা ভ্রমণ করি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । কবির ভাষায় -
“বিপুলা এ পৃথিবীতে কতটুকু জানি ।
দেশে দেশে কত না নগর রাজধানী ।
কিছু অগোচরে রয়ে গেল, তা গোচরীভূত করতে দেশ ভ্রমণ একান্ত প্রয়োজন।
ভ্রমণ শুধুমাত্র প্রমোদের উপকরণ নয়, ভ্রমন হল শিক্ষারও এক বিশিষ্ট অঙ্গ। বই পড়ে যে জ্ঞান অর্জন করা যায়, দেশভ্রমণ দেয় তার অনেক বেশি জ্ঞান ও অভিজ্ঞতা ।