TOUR TRAVEL & MASTI

পেশাগত ভাবে কোনো ভালো Youtuber বা Vlogger নয় আমরা। কিন্তু পশ্চিমবঙ্গ তথা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো, আনন্দ করা এবং সেই সমস্থ স্থানের খাবার উপভোগ করার নেশা আমাদের আছে। তাই আমাদের এই Youtube channel টি আমরা সমস্ত বন্ধুদের উৎসর্গ করলাম যারা আমাদের মতো ঘুরতে, খেতে ও আনন্দ করতে ভালোবাসেন। এই chennel টির মাধ্যমে আমরা জানা - অজানা জায়গা গুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যেখানে আপনারা হয়তো যাবেন বা যাওয়ার চেষ্টা করছেন কিন্তু হয়ে উঠছে না সেখানকার তথ্য জানতে পারছেন না বলে। হয়তো সেইরকম ভাবে গুছিয়ে আপনাদের সামনে কতটা উপস্থাপন করবো বলতে না পারলেও কথা দিলাম সেই সমস্ত স্থানের অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। তাই চলুন সবে মিলে Digital মেলবন্ধন তৈরি করে এগিয়ে চলি নতুন কিছু জানতে। সর্বোপরি 'বাঙালি মানেই ভ্রমণ প্রেমী' প্রবাদটির স্বার্থকতা অক্ষুন্ন থাকবে এই আশাটুকুই রাখি .........সাথে থাকবেন........