Anupam Biswas

দোতারা বাজানো শিক্ষা, বাংলার লোকগান ও লোক-বাদ্যযন্ত্রসমুহের পুনর্জাগরণের জন্য এই চ্যানেলটি চালু করা হয়েছে। দোতারায় শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণের পাশাপাশি একজন সঠিকভাবে তালিমপ্রাপ্ত দোতারাশিল্পী তৈরি করার জন্য এটি একটি শিক্ষণীয় চ্যানেল।সঠিকভাবে স্বরলিপি অনুসরনের মাধ্যমে দোতারায় লোকগান ও যে কোনো বাংলা গানের মনোমুগ্ধকর সুর তুলবার নিয়মাবলি সমৃদ্ধ এই চ্যানেল।
এছাড়া,একতারা, বাঁশি, সারিন্দা ঢোল, তবলা,ডুবকি, মন্দিরা,খমক প্রভৃতি লোক-বাদ্যযন্ত্রের সম্মিলিত অর্কেস্ট্রা পরিবেশন এর অন্যতম বিশেষত্ব। Anupam Biswas-অনুপম বিশ্বাস নামে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।