Shaheen's Travel Story

আমি শাহীন কবির; পেশায় একজন কর্পোরেট ট্রেইনার এবং নেশায় একজন ট্রাভেলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী থাকাকালীন ২০০১ সালে দার্জিলিং-এ স্টাডি ট্যুর আমার ভ্রমণ জীবনের সূচনা করে; এরপর দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি। দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতায় আমার লেখা গল্পটি 'স্বপ্নের দার্জিলিং' শিরোনামে প্রথম আলো পত্রিকায় 'ছুটির দিনে' ম্যাগাজিনে প্রকাশিত হয়। এর পর ২০১৬ সালে থেকে ফেসবুকে ভ্রমণ কাহিনী লেখা শুরু করি।

আমার ভ্রমণের উদ্দেশ্যই হচ্ছে হৃদয়ের খোরাক যোগানো। আমাদের জীবনযাত্রা এখন অনেক বেশী কঠিন ও রোবোটিক হয়ে গেছে; সেখান থেকে মুক্তি পেতেই আমি ভ্রমণে যাই। তবে, বিদেশে যখন যাই, তখন উদ্দেশ্য থাকে তাদের কালচার দেখা, বোঝা এবং তাদের সাথে আমাদের পার্থক্য কি সেসব অনুভব করা।

এই চ্যানেল এর মাধ্যমে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতাগুলো গল্পের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে চাই। ভ্রমণ মানুষকে সমৃদ্ধ করে, বিনয়ী করে তোলে এবং মানবিক হতে শেখায়। আপনাদের পরামর্শ ও সহযোগিতা আমার পথের পাথেয় হয়ে রইবে।

ইন শা আল্লাহ, যতদিন বেঁচে আছি ভ্রমণের এই ধারা অব্যাহত রাখতে চাই।

হ্যাপি ট্রাভেলিং!