Durjoy Dey Sunny

Hello,This is Durjoy Dey Sunny from Chattogram City in Bangladesh.
ভ্রমণের প্রতি আমার আলাদা আবেগ রয়েছে , যখনই সুযোগ পাই বেড়িয়ে পরি স্রষ্টার সৃষ্টিকে উপভোগ করতে । মূলত আমার এই চ্যানেলটি ক্রিয়েট করার একটাই উদ্যেশ্য আমার ভ্রমণের মুহুর্তকে স্মৃতি হিসেবে রাখা এবং সেই সাথে আপনাদের মাঝে আমার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করা যাতে আপনারা ও ভ্রমনের প্রতি আগ্রহী হয়ে উঠেন , জীবন একটা ভাই ছোট গন্ডির মাঝে নিজেকে আবদ্ধ না রেখে বেড়িয়ে দেখুন না নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হবে। আপনারা অনেকে আছেন আমার খোঁজ খবর রাখেন ,উৎসাহ দেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া । তো আর কথা বাড়াবো না এভাবেই পাশে থাকবেন যাতে নিজের দেশ এবং দেশের বাইরের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি । ধন্যবাদ ।