Radio Biponi
==== Radio Biponi ====
A Production and Distribution Company.
Here telefilms, drama, comedy, music videos and other television programs are made. Also new / old album audio-video is made by artists. And this company - Radio Biponi - is producing new audio and video market by Baul songs, Lalon Gati, Shariat and Separation songs.
জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে কলব রওশন নবী অলি রাজি হবে খুশি হয় ফেরেশতা গন জমিনেতে। বাউল শাহজাহান
ভবের ঘাটে বসে ডাকি মুর্শিদ পাড় করিয়া নেও আমায় আমি অসহায় আমার দয়াল মুর্শিদ আয়রে আয়। বাউল শাহজাহান
গুরুর কিসের বাহাদুরি থাকিয়া আমার ঘরে জাগা নাই সংসারে তবে ভ্রমান্ডে তোমার জায়গা নাই। বাউল শাহজাহান
পাকা ঘরে দান করিলে পাকায় কি আর দোয়া করে মুর্শিদ কাবা ঘরে আল্লাহর ঘর মমিনের অন্তরে। বাউল শাহজাহান
শুন মোমিন গন নুর নবীর রুপের কি বর্ণন নবী রুপের নাই তুলনা কেহ নাই নবীর মতন একদিন রাত্রে। পীর নজরুল
নবীর প্রেমের বিমারি ভাই কোথায় পাব সেই প্রেমের খনি ওরে রোগমত ঔষধ না পেলে আমি কি বাচতে পারি। পীর নজরুল
ওগো আমার কামলেওয়ালা ডাকি তোমায় নিরালায় ডাকলে কি আর শান্তি হয় মন দিদার পেতে মনে চায়। পীর নজরুল
মোমিনের অন্তরে সদায় প্রেমের আগুন জ্বলে দিবানিশি সময় কাটায় নুর নবীর প্রেমের হালে। পীর নজরুল
একটি ফুলের চারটি রং হয় ফুলের নাম পাক পান্জাতন পঞ্চতনে দুনিয়া সৃজন এই ধরাতে স্থানে। পীর নজরুল
নবী তোমার নূরী পদে তাজেমি সালাম দয়া করে কবুলকর আজিজি কালামগো নবীরাব্বী আল্লাহ সৃজন কর্তা। পীর নজরুল
আমার মনের বাসনা পূরণ কর রাব্বানা এই জীবনে দেখাও একবার নবীর নিশানা নুরের নবী ধ্যানের ছবি। পীর নজরুল
সাগর কুলের নাইয়ারে অপর বেলা মাঝি কোথায় চলছ বাইয়া বার বছর রইলাম মাঝি পার ঘাটায় বসিয়া বেলাগেল। স্বপ্না
দয়াল নবী তোমার দরবারে এই আসামী নবী হাজির হয়েছি দাড়িয়ে নবী তোমার দুয়ারে মিনতি করোজোরে। পীর নজরুল
দয়াল মুর্শিদ দাড়াও আমার সামনে জন্মের মত দেইখা লই তোমারে তোমার মত এমন বান্ধব দেখিনে এই ভবেতে। শরীফ
আমারে দিবানি চরণধুলা মুর্শিদ মাওলা ওরে আদি নাম তার রহমতুল্লাহ আহাদেরই প্রেম লীলা ওরে একুল। নজরুল
পাগল মন আমার দেখবি যদি প্রেমেরই কারবার সেই দরবারে গেলে পরে থাকবে না দিলের আযাব প্রেম। নজরুল ইসলাম
আমার হযরত কেবলা মাওলানা কত সুন্দর দেখতে লাগে তোমার আস্তানা ওরে যে দেখেছে দুই নয়নে ভুলিতে। পীর নজরুল
ভান্ডার শরীফ যাইতেগো আশা করিলাম হযরত কেবলার মাজারেতে আমি কারিব সালাম মাইজ ভান্ডারের। নজরুল ইসলাম
হৃদয়পুরে মধুর সুরে কে গাহিল গান সুরের ঝংকার শুনে আমার চমকে উঠে প্রাণ দিবারাত্রি মধুর সুরে। পীর নজরুল
ঘুমাইওনা মায়া ঘুমে আশেকের দল জাগরে জাগ হযরত কেবলার শাহী ওরশ আজকে না ভাই দশই মাঘ। নজরুল ইসলাম
তোরা কে কে যাবি আয়রে আয় হযরত কেবলার পাক রওয়াজায় যার দিকে চায় সুনজরে মনের বাসনা ফুরায়। নজরুল ইসলাম
দশই মাঘে হযরত কেবলায় কি খেলা খেলে কেউবা ঘুরে পাগল বেশে হযরতের দয়ার আশে কেউবা কাদে বসে। নজরুল ইসলাম
একদিন পাখি যাবে তোমার ওরে খাচাটা ছাড়িয়ারে পাখি গেলে আরযে আইবেনা ফিরিয়া সাড়ে তিন হাত দেহ। আরিফ
অকুলের কান্ডারীরে মুর্শিদ দয়ারই সাগর ওরে দয়ার সাগর মুর্শিদ প্রেমেরই নাগর আমি পড়িয়া অকুল সাগরে। নজরুল
অনেক দিনে বন্ধু তোমায় বন্ধু পাইয়াছিগো নিরলে আমার যত মনের দুঃখ বলব আজই প্রাণ খুলে কত সাধন। পীর নজরুল
দশই মাঘে হযরত কেবলায় কি খেলা খেলে কেউবা ঘুরে পাগল বেশে হযরতের দয়ার আশে কেউবা কাদে বসে। পীর নজরুল
আমারে দিবানি চরণধূলা কামলেওয়ালা আদি নাম হয় আহাম্মদ প্রকাশ্যে মোহাম্মদ তোমার এই কূল। পীর নজরুল
ও বাবা ভান্ডারী আমার ফটিকছড়ি মাইজভান্ডারে আইরে দলে দলে আশেক আমার রহমান বাবার নুর। পীর নজরুল
বেলায়েতি মোবাইলেতে নেটওয়ার্ক যাহার মাইজ ভান্ডারে বসাইয়াছে প্রেমেরই টাউয়ার এই টাউয়ারের। পীর নজরুল
রঙ্গের রঙ্গিলা রহমান বাবা কতই ভঙ্গি জানে কখনো হাসায় কখনো কাদায় রুহানি আকর্শনে মাইজভান্ডারে। নজরুল