Alhaz Mufti Md. Muhiuddin Tazim Kashmiri

Muhiuddin Tazim is an Islamic scholar of Bangladesh, reciter of Quran, Orator, Writer and Traveller. আলহাজ্ব মুফতী মো: মহিউদ্দীন তাজীম কাশ্মীরি ১৯৯৯ সাল হতে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের সর্বপ্রথম কামিল মাদরাসা “ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদরাসায়” অধ্যয়ন করেন। তিনি ২০০০সালে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিলেন এবং ২০০৬ সালে ছারছীনা হতে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৮ হতে ২০১৩ সাল পর্যন্ত বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক মাদরাসা “দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদাসায় অধ্যয়ন করেন। ২০১৩-তে কামিল হাদীস বিভাগে ফার্স্ট ক্লাস অর্জন করেন ও ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা হতে তাফসীর (২০১৫) বিভাগে ফার্স্ট ক্লাস এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল ফিকহ বিভাগে ফার্স্ট ক্লাস (২০১৮) পেয়ে উত্তীর্ণ হন। দ্বিনী ইলম অর্জনের পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ হতে ২০১৩ সালে (সমাজবিজ্ঞান) অনার্স পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০১৪ সালে (সমাজবিজ্ঞান) মাস্টার্স পাশ করেন।
Whatsapp: +8801711904758