Shovoner Safar

নতুন নতুন জায়গা দেখার নেশায় ছুটে বেড়াই, আবার একই স্থানকে বিভিন্ন রুপে খোঁজার চেষ্টা করে থাকি। এই ঘুরে বেড়ানোর নেশা সঙ্গী আমার wife এবং একমাত্র কন্যা শোভনিকা, কখনো কখনো বন্ধুবান্ধবরাও এই নেশার স্বাদ নেওয়ার জন্য যুক্ত হয়। আমর মতো প্রায় সকলের মধ্যেই কমবেশি এই নেশার উপসর্গ দেখতে পাই। সমগ্র ভারতবর্ষ নিজে গাড়ি চালিয়ে ঘোরার লক্ষ্যে অগ্রসর হচ্ছি আর এইসব ঘোরার অভিজ্ঞতা ও তার বিবরণ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই আমার এই YouTube Channel-টি তৈরি করা। যদি আমার এই YouTube Channel-এর তথ্য আপনার ভ্রমণের সূচি প্রস্তুতিতে কোনরকম সাহায্য করতে পারে তবে আমার পরিশ্রম সার্থক। ঘুরে বেড়ানোই আমার নেশা, তাই ঘুরে বেড়াই এবং বিভিন্ন স্থানের video ও তথ্য দিয়ে সকলের ভ্রমণকে পরিপূর্ণ করার একটি প্রচেষ্টা করি মাত্র।