Ustad Nissar Hussain Khan – тема
উস্তাদ নিসার হুসেন খান ছিলেন ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের বিখ্যাত রামপুর-সাহাসওয়ান ঘরানার বিশ শতকের শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতশিল্পী। তিনি ফিদা হুসেন খানের পুত্র ও শিষ্য ছিলেন। পিতার ন্যায় তিনিও বরোদার মহারাজ সায়াজিরাও গাইকোয়াডের দরবারের সভাগায়ক ছিলেন।
তিনি দীর্ঘ ও বর্ণাঢ্য সঙ্গীত জীবনের অবদানের জন্য ১৯৭১ খ্রিস্টাব্দে ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন। শেষজীবনে তিনি কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির সঙ্গে যুক্ত হন। রাগ বিহার - তারানা গানের বিশেষজ্ঞ ছিলেন তিনি।
নিসার হুসেনের সবচেয়ে বিখ্যাত শিষ্যেরা হলেন গোলাম মোস্তফা খান, রশিদ খান ও হাফিজ আহমেদ খান প্রমুখেরা।