19se Television - ১৯শে টেলিভিশন

প্রিয় দর্শক, আজ ২৮শে মে ২০২৩, আমরা এক্সপ্রেস খবর চ্যানেলের নাম বদলে ১৯শে টেলিভিশন রাখার সিদ্ধান্ত নিলাম। ১৯শে মে বাঙালির এক পবিত্র দিন, এই দিনে আসামের শিলচরে ১১জন বাঙালি বাংলা ভাষার জন্য প্রাণ বলিদান করেছিলেন। এর মধ্যে কমলা ভট্টাচার্য হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহিদ। তাঁদের উদ্দেশ্যে আজ আমরা আমাদের এই চ্যানেলকে উৎসর্গ করলাম।
এই চ্যানেলে বাঙলা ও বাঙালির সমস্ত খবরাখবর, ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য তুলে ধরার প্রয়াস করে যাবো।
আশা করবো আমরা আপনাদের সহযোগিতা এবং আশির্বাদ অবশ্যই পাবো।