Nijhum Animation

আমরা ছোটবেলা থেকেই গল্প শুনতে বা কার্টুন দেখতে খুবই ভালোবাসি । আর সেটাই যদি হয় ভূতের কার্টুন তাহলে যত বড়ই হয়ে যাইনা কেন , কার্টুন দেখা কোনদিন ছাড়ব না । ছোটবেলাই যেমন দিদা , ঠাকুমার কাছে ভূতের গল্প শোনা কিংবা গল্প পড়া বা বড় বেলাই বন্ধুদের সাথে পাড়ার মোড়ে ভূতের আলোচনা এগুলো মনে হয় শেষ না হলেই ভাল হয় । " ভূত " জিনিস টাকে আমরা ভয় পাই ঠিকই তবে ভূতকে আমরা বড় ভালোবাসি । তাই আমরা তোমাদের সেরা হারহিম করা ভূতের গল্প শোনার সাথে সাথে কার্টুন এর মাধ্যমে পৌঁছে দেব । যেটা তোমরা দেখে এবং শুনে দুটোরই আনন্দ অনুভব করতে পারবে । আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে জুড়ে যান নিঝুম অ্যানিমেশনে ।