নৃত্য কলা
আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি। তোমার এই মিষ্টি হাসি আমি বড় ভালোবাসি।
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
আমার একটা ঘরে দুইটা রানী রিমোট নিয়ে টানাটানি।
লাল গোলাপি গাল ঠোঁট মিষ্টি ঝাল।
ঢেকি নাচে ধাপুর ধুপুর আর কি নাচে সই।
ফাগুনের আগুনে রং লেগেছে এই মনে।
লাল শাড়ি পিন্দি বালা গলায় দিয়ে পুতির মালা
প্রাণ সখিরে ঐ শোন কদম্ব তলে বংশি বাজায় কে।
মেঘের কোলে রোদ হেসেছে
বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না
ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো
ছাতা ধরো হে দেওরা
তাদিনা নাদিনা ভোরের দরজা হায়।
আমি কলকাতার রসগোল্লা
ঝুমুর ঝুমুর নুপুর বাজে
সর্বত মঙ্গলো রানে।
চাইনা আমার রেশমি চুরি ।
November 12, 2025
শুক্রবারে হাট বসেছে
ফুসলে ফুসলায়
আইলো উমা বাড়িতে
নারে না আর তো পারিনা মন আমার নাস্তানাবুদ একজনেরই দায়
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি।
আসিন ও ফাগুন মাসে নতুন বিয়ের ফুল ফুটেছে
বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
বুকের ভেতর থাইকো বন্ধু যাইওনা দূরে
বংশী বাজায় কেরে সখি
আমাদের বকুলতলায় বীর জমেছে
কিবা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গ্রাম।