সুনীল সংগীত

"নমস্কার! আমি সুনীল হালদার। সকল হরি ভক্ত ও মতুয়া ভ্রাতৃবৃন্দকে জানাই সাদর প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের কৃপায় আজ থেকে শুরু করছি — সুনীল সংগীত চ্যানেল।

এই চ্যানেলের মাধ্যমে আমি পরিবেশন করব আমাদের প্রাণের ঠাকুর, শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের ভক্তিমূলক গান, বন্দনা ও কীর্তন।

আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমার সাথে থাকলে, এই চ্যানেল হয়ে উঠবে সকল হরি ভক্তের এক মিলনস্থল।

জয় হরিচাঁদ ঠাকুর। জয় গুরুচাঁদ ঠাকুর।"