Fahim Abdullah
আমি ফাহিম আব্দুল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে আন্ডারগ্র্যাড আর মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি বিভাগে মাস্টার্স করেছি। একটা সময় এডুকেশন আর অন্টরপ্রেনারশিপ নিয়ে কাজ করেছি ‘অন্যরকম’ গ্রুপে, রকমারি-উদ্ভাসের নামে চেনা বেশি সহজ যাকে। সবশেষে 'অন্যরকম এডটেক লিমিটেড'-এর হেড অফ গ্রোথ হিসেবে কাজ করেছি, যার আওতায় অন্যরকম বিজ্ঞানবাক্স আর উৎকর্ষ নামের ভেঞ্চারগুলো ছিল।
বর্তমানে বিজনেস আর লাইফ কোচ হিসেবে কাজ করছি বিভিন্ন কোম্পানির সি লেভেল এক্সিকিউটিভ আর ফাউন্ডারদের সাথে।
অর্থপূর্ণ জীবন, সাথে সাফল্য আর সুখের সূত্র খুঁজছি বহুদিন ধরে।
অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, আরো অনেক বাকি, অনেক প্রশ্ন এখনো করতে শিখি নি।
তবে যেখানে যতটুকু পাথেয় জুটেছে তা আমার মত সেইম স্ট্রাগলে থাকা মানুষগুলোর সাথে শেয়ার করার অভিপ্রায় নিয়েই এই চ্যানেলের শুরু।
যত নলেজ, প্রটোকল আর টুলস আছে এ সংক্রান্ত, সব খুঁজে এনে নিজেদের ভাষায় সবচেয়ে রিলেটেবল ওয়েতে হাজির করাটাই লক্ষ্য, ইন শা আল্লাহ।
পথচলা শুরু হোক!
ওয়েবসাইট- fahimabdullah.com
গ্রুপ- https://www.facebook.com/share/g/14X9SkXECB/

The SECRET of LIMITLESS MOTIVATION!

যে কাউকে কনভিন্স করার টেকনিক!

3 reasons WHY... The IEA formula!

CONTROL! CONTROL!! CONTROL!!!

যা পড়েন সব ভুলে যান?

কন্সিস্টেন্সি কি ট্যালেন্টকেও হারিয়ে দেয়?

The TOMATO system of TIME MANAGEMENT!

নিজের সাথে যুদ্ধে জেতা যায় কীভাবে?

ফোকাস আর এনার্জি ফিরে পাওয়ার সুন্নাহ!(Boost ENERGY & FOCUS with this Sunnah, 4 STEPS of POWER NAP!)

৫ মিনিটে মনের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসুন! (JUST FOLLOW MY VOICE)

The Midday RESET SYSTEM!