Fahim Abdullah

আমি ফাহিম আব্দুল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে আন্ডারগ্র্যাড আর মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি বিভাগে মাস্টার্স করেছি। একটা সময় এডুকেশন আর অন্টরপ্রেনারশিপ নিয়ে কাজ করেছি ‘অন্যরকম’ গ্রুপে, রকমারি-উদ্ভাসের নামে চেনা বেশি সহজ যাকে। সবশেষে 'অন্যরকম এডটেক লিমিটেড'-এর হেড অফ গ্রোথ হিসেবে কাজ করেছি, যার আওতায় অন্যরকম বিজ্ঞানবাক্স আর উৎকর্ষ নামের ভেঞ্চারগুলো ছিল।

বর্তমানে বিজনেস আর লাইফ কোচ হিসেবে কাজ করছি বিভিন্ন কোম্পানির সি লেভেল এক্সিকিউটিভ আর ফাউন্ডারদের সাথে।

অর্থপূর্ণ জীবন, সাথে সাফল্য আর সুখের সূত্র খুঁজছি বহুদিন ধরে।

অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, আরো অনেক বাকি, অনেক প্রশ্ন এখনো করতে শিখি নি।

তবে যেখানে যতটুকু পাথেয় জুটেছে তা আমার মত সেইম স্ট্রাগলে থাকা মানুষগুলোর সাথে শেয়ার করার অভিপ্রায় নিয়েই এই চ্যানেলের শুরু।

যত নলেজ, প্রটোকল আর টুলস আছে এ সংক্রান্ত, সব খুঁজে এনে নিজেদের ভাষায় সবচেয়ে রিলেটেবল ওয়েতে হাজির করাটাই লক্ষ্য, ইন শা আল্লাহ।

পথচলা শুরু হোক!

ওয়েবসাইট- fahimabdullah.com

গ্রুপ- https://www.facebook.com/share/g/14X9SkXECB/