GAAN GAAN

GAAN GAAN

কর্মক্লান্ত প্রত্যেকটা দিনের শেষে আমরা ঘরে ফিরি পরিধেয় বস্ত্র পরিবর্তন করি। ক্লেদাক্ত শরীর পরিস্কার করতে সাবান স্যম্পু সহযোগে স্নান করি । কিন্তু আমাদের ক্লেদাক্ত মন ও আত্মার পরিমার্জনার কথা কি আমরা ভাবি? ক্রমাগত দিনখরচের দিনলিপি লিখতে লিখতে সংবেদি মন কখন যে দেউলিয়া হয়ে যায় তার খবর কি আমরা রাখি ? ধীরে ধীরে মনের মাঝে জমে ওঠে একরাশ গ্লানি ও কালিমা । তাকে দুর করি কি করে ? সংবেদী মন সে যে বড় নরম বড় কোমল । তার ও যে বিশেষ যত্ন পরিচর্যা ও পরিমার্জনার প্রয়োজন । একমাত্র ক্রমাগত পরিমার্জনার মাধ্যমেই মন ও আত্মার শুদ্ধিকরণ ও উচ্চতর উত্তরন ঘটে । জীবনের ঘাত সামলে মনের কালিমা ও গ্লানি দুর করতে 'GAAN GAAN' এ অবগাহন বিশেষ প্রয়োজন।
এই উদ্দেশ্য এই চ্যানেল টির পরিকল্পনা করা হলো। গায়ক সঙ্গীতজ্ঞ নন। উপাচার বিহীন স্বাভাবিক কন্ঠে গান পরিবেশন করা হবে। কিছু নিজের লেখা ও সুরারোপিত ও অধিকাংশ প্রথিতযশা শিল্পীদের গানের সচেতন অনুকরন।
আশা এই যিনি শুনবেন ও যিনি গাইবেন দুজনার ই শূণ্য মনের পাত্র পুর্ণ হবে ও আবার আত্মা উজ্জীবিত হবে।

সুব্রাত্য