Humaira Mom Recipe

আসসালামু ওয়ালাইকুম Welcome to Humaira Mom Recipe Channel.

Humaira Mom Recipe channel শিশু বিষয়ক বিভিন্ন ধরনের টিপস এবং শিশুদের সহজ ও পুষ্টিকর রান্নার রেসিপি শেয়ার করি। আমি কোন ডাক্তার বা পুষ্টিবিদ না আমি একজন সাধারণ মা। আমি আমার বাচ্চাদের ছয় মাস বয়সের পর থেকে যেসব খাবার রান্না করে খাওয়াচ্ছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে নতুন মায়েদের কিছুটা হলেও উপকারে আসে। এই চ‍্যালেনটিতে উপস্থাপিত তথ‍্যবলি ব‍্যক্তিগত রোগ নির্ণয় বা চিকিৎসার স্বার্থে দেওয়া হয়নি। তাই কোন রোগ বা চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করা হচ্ছে। এই চ‍্যালেনটি শুধু শিক্ষা সংক্রান্ত। আশা করছি ভালোবেসে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে।


#baby_food #healthy_baby_food #baby_food_recipe #baby_cooking_recipe #baby #humairamomrecipe