Ritur Rannaghar

ছোট ছোট স্বপ্নের দীপগুলো যখন একে একে নিভে আসছিল, ঠিক সেই সময় ভাঙ্গা মেরুদন্ড, দুমড়ে মুছরে যাওয়া একটা মন আর আত্মবিশ্বাসহীন, স্বপ্নহীন দুটো চোখ, হেরে না যাওয়া, হারতে না চাওয়া সেই আমি ইউটিউবের হাত ধরে শুরু করেছিলাম এক নতুন পথ চলা।
যে শিক্ষা, যে শিল্প ছেলেবেলা থেকে মার কাছে পেয়েছি সেই রন্ধনশৈলীকে আরো বেশি স্বকীয়তায় ভরিয়ে তুলে উপহার দিতে চেয়েছি আপনাদের। পুরানো হারিয়ে যাওয়া রান্না থেকে নানান নতুন নতুন অভিনবত্বে ভরপুর রান্না, এমনকি স্বকীয়তা আর উদ্ভাবনী শৈলীর নিখুঁত মেলবন্ধনে ভরিয়ে তুলতে চেয়েছি আমার আপনার সকলের রান্নাঘর 'ঋতুর রান্নাঘর'। আমি ঋতুপর্ণা আপনাদের সকল প্রয়োজন, সকল তৃপ্তি, সকল স্বাদের সাথে রন্ধনের বন্ধনে জুড়ে থাকতে চাই। নিজেকে উজার করে আপনাদের ভরিয়ে রাখতে চাই। এটাই হলো আমার স্বপ্ন, এটাই হলো আমার পরম পাওয়া।
Welcome to Ritur Rannaghar, I am Rituparna. You will get heavenly tasty and healthy food recipes here. My objective is to sharing tasty, healthy, and easy recipes with you. So stay tuned and consider subscribing, hit the bell icon not to miss any updates.