চাষী রেজা - CHACE REZA

শ্যামল বাংলার অর্থনীতির প্রধান উৎস কৃষি । বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষির সাথে সম্পৃক্ত। কৃষকদের সীমাহীন শ্রম আর আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে এদেশের অর্থনৈতিক বুনিয়াদ বাংলাদেশের কৃষি আর কৃষকদের কথা বাদ দিলে এদেশের অর্থনীতিকে অস্বীকার করা হয়। শুধু দেশীয় অর্থনীতিতেই কৃষকদের ভূমিকা সমাপ্ত নয়, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতেও আছে কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান।বাংলাদেশের কৃষক বাঁচলে অর্থনীতি বাঁচবে। কৃষক বেশি উৎপাদন করতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই বাংলাদেশের কৃষকদের উন্নয়নে দরকার যুগান্তকারী পদক্ষেপ, তবেই সুদৃঢ় হবে দেশের অর্থনৈতিক বুনিয়াদ।আপনি যদি কৃষি নির্ভর অর্থনীতির বিকাশ ঘটাতে চান কিংবা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির সূচনা করতে চান তবে “চাষি রেজা’’ চ্যানেলের সাথেই থাকতে পারেন। এই চ্যানেলটি আপনাকে নিয়মিত কৃষি ও কৃষকের সাথে মিলবন্ধন সৃষ্টি করবে। সাফল্য গাথা ও কৃষিকে উৎকর্ষ সাধনে আজই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
Director & CEO
Md.Rezaul karim
For Contact:
Mobile : 01725092945



aa0a3628489d888a6a3e