Off-Trail Bangladesh

আমার পরিচয় আমি মানুষ। ঘুরতে ভাল লাগে। জীবনটাকে সহজভাবে দেখতে আর যাপন করতে ভালবাসি। নিজের কিছু সুখস্মৃতি ধরে রাখতেই এই চ্যানেল। ভালোবাসা দিয়ে সাথে থেকে সাপোর্ট করলে বড় ভালো লাগে - আনন্দিত হই ! শুভকামনা জানবেন সকলে ! সবাই ভাল থাকবেন আর দোয়া করবেন আমার জন্যে।