W.B Dream Tuition

নমস্কার বন্ধুরা🙏🙏🙏

W.B Dream Tuition - পরিবারে তোমাকে স্বগত জানাই

স্কুল, কলেজ ও কমপ্টিটিভ পড়ুয়াদের জন্য এটা হলো-"ডিজিটাল পাঠশালা"

আমাদের এই চ্যানেলটি প্রধানত গণিত,পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও জীবন বিজ্ঞান নিখুঁত ভাবে পড়ানোর জন্য বানানো হয়েছে। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং আমায় একটু সহযোগিতা করবে যাতে আমি তোমাদের খুব ভালোভাবে সার্ভিস দিতে পারি।

একটি বিশেষ ঘোষণা :- আমি একজন মানুষ ( ভগবান বা মেশিন নয়), তাই একটা কথা মনে করিয়ে দি যে মানুষ মাত্রই ভুল হয়। তাই আমি যদি কোনো ভুল বলে থাকি বা কোনো জায়গায় ভুল পড়িয়ে থাকি তাহলে তোমরা তোমাদের নিজ গুনে আমায় ক্ষমা করিয়া দিও🙏
Please কেও অশ্লীল ভাষায় কথা বলো না বা গালিগালাজ কোরো না🙏🙏🙏