TATHAGAT

TATHAGAT ( তথাগত) একটি অনলাইন ভিত্তিক বুড্ডিষ্ট চ্যানেল।

আধুনিক বিশ্বে আজ বুদ্ধের বাণী যেই প্রচার প্রসার তা বুদ্ধের মুক্ত চিন্তারই ফসল, একসময় এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ বুদ্ধের বাণী আজ বিশ্বব্যাপী সমাদৃত। বৌদ্ধধর্ম বাস্তবে প্রমাণ করা যায় এমন উক্তি বা নির্দেশনা যা বাস্তব জীবনের দৃষ্টিভঙ্গি প্রমাণ করে, বুদ্ধ পৃথিবী বিজয়ী মহাবীর যা আর কারো দ্বারা সম্ভব হয়নি।বুদ্ধ তার প্রজ্ঞা, করুণা এবং মৈত্রীর প্রদর্শনের দ্বারা পৃথিবীর সকল জীবের মন জয় করেছিলেন, বুদ্ধের শিক্ষা বিশদব্যাখ্যা মানুষকে অজ্ঞতার অন্ধকার দূর করার দুঃখ-দূর্দশাগ্রস্তদের প্রতি সহানূভূতিশীল হওয়ার আলোকপাত করে প্রজ্ঞা, মৈত্রী, করুণা ও শান্তির নিশ্চয়তা বিধান করে তাই বৌদ্ধিক শিক্ষায় কাম্য হবে জ্ঞানে গুণে শীল-নীতিতে, বিনয়াচারে দেহ ও মনের সংযমতা ও স্নেহ মমতায় মানব সমাজ ও সভ্যতায় ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ঐতিহ্য, ও অর্থনৈতিক উন্নয়ন এই ধারাবাহিকতায় সদ্ধর্ম প্রচারে একটি অনলাইভিত্তিক চ্যানেল TATHAGAT। আপনিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদ্ধর্ম প্রচারে সহযোগিতা করুন। ধন্যবাদ