My Experience

বন্ধুরা মাই এক্সপেরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ দাস আপনাদের সামনে হাজির হলাম আমার My Experience Channel নিয়ে। এই চ্যানেলে আমি প্রতিনিয়ত অনেক বেড়ানোর ভিডিও আপলোড করে চলেছি, এই ভিডিও গুলো দেখে আপনারা যেমন আনন্দ পাবেন, তেমন পরে সেই জায়গায় বেড়াতে গেলেও আপনাদের অনেক শুবিধা হবে। এছাড়াও এখানে আমার জীবনের ওঠা পড়ার মধ্যে দিয়ে আমি যে শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলিও আমি শেয়ার করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আরো আছে নানা পারিবারিক অনুষ্ঠান এবং সাধারন দিনের কাজ কর্মের ভিডিও। আসলে আমি চ্যানেলের নাম My Experience রাখার অর্থই হলো ভ্রমন ভিডিওর সাথে সাথে আমার জীবনের নানান ধরনের অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং বর্তমানে করেও চলেছি। আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলের সব ভিডিওই সুবিধা মতো দেখুন। ভালো লাগলে কমেন্ট, লাইক এবং বন্ধু বান্ধব আত্মিয় স্বজনদের মধ্যে ভিডিও গুলো শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শুভান্তে ----- অরূপ দাস।