Greenpen School

কেন আমরা এই ভিডিও গুলো করছি

আমরা স্বপ্ন দেখি আলোকিত ভবিষ্যতের যখন এদেশের ছেলে মেয়েরা আনন্দ নিয়ে পড়ালেখা করবে প্রশ্ন করতে ভয় পাবে না, মুখস্থ করে পাস করবে না। অনুভব করবে কেন কিভাবে কি হচ্ছে! কোথা থেকে এলো, কোথায় কাজে লাগে?এটার মূল ঘটনা কি? আসলে আমাদের দেশে মেধাবী জন্মে কিন্তু আইনষ্টাইন নিউটন জন্মে না, তাই আমরা বিশ্বাস করি আমরা যা কিছু শিখি তা থেকে আরো নতুন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা এখনও রয়ে গেছে। দরকার শুধু শিকড় থেকো বুঝিয়ে দেয়ার প্রয়াস যেখানে থাকবে না কোন অস্পষ্টতা, গোলক ধাঁধাঁ এবং একগাদা তথ্য আর উপাত্ত মুখস্থ আর যাই হোক বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আমাদের এই ভিডিও গুলোর উদ্দেশ্য হল প্রতিটি টপিক এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে তোমারা বৃত্তের বাইরে চিন্তা করতে পারে.