Nojor Media

❝পিড়িতি নয় গড়ল, পিড়িতি হয় সরল
কু-পিড়িতির ফল, কু-লাঞ্চনা❞
— নজির আলী শাহ্


প্রিয় দর্শক,
“নজর মিডিয়া”-র পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই আমাদের চ্যানেল দেখছেন না কেন—আপনাদের সকলের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা।

Nojor Media একটি হৃদয়ছোঁয়া বাউলিয়ানা চ্যানেল, যেখানে আপনি পাবেন বাংলার শেকড় ছোঁয়া গান—ফকিরি, মারিফতি, সুফি ও মুর্শিদি ধারার অসংখ্য আধ্যাত্মিক সুর।
আমরা বিশ্বাস করি, সংগীত কেবল বিনোদন নয়, এটি আত্মার ভাষা—যার মাধ্যমে মানুষের ভেতরের প্রেম, ভাব ও সত্য জেগে ওঠে।

এই চ্যানেলের প্রতিটি গানে আমরা তুলে ধরি মাটি ও মানুষের গন্ধ, দরবেশদের উপলব্ধি, আর সাধকদের ভাব।


🙏 আমরা বিশ্বাস করি, প্রেম সরল—প্রকৃত পিড়িতি কখনো সাজানো যায় না। এই চ্যানেল সেই সরল প্রেম, আত্মিক সত্য ও লোকজ ভাবধারার প্রতিনিধিত্ব করে।

📌 সঙ্গে থাকুন Nojor Media-র, অন্তরের গানে আত্মার খোরাক পেতে।

📩 যোগাযোগ: [email protected]

🔔 Subscribe করুন – আধ্যাত্মিক সংগীতের নতুন ভিডিও পেতে।